এক দেশে এক রানি পুত্র ছিল । তার ক্ষ ুধা ছিল গণেশ এর মত । সারা দিন শুধু খাই খাই ।
ম্যর্ত বাসির ভাগ্য ভালছিল তাই দেবতাগন গণেশ কে ঘুম পাড়িয়ে রাখে সারা বছর । তা নাহলে গণেশ এর খাদ্য জোগাড় ম্যর্ত বাসির জীবণ যেতো ।
কিন্তু সেই দেশ বাসীর কপাল ছিল মন্দ । রানি পুত্রের চোখে ঘুম নেই । খাদ্য চিন্তায় সে অস্থির । যদিও তার চিন্তার কোনই কারন নেই ।
তার খাদ্যের জোগান দেবে জনগন । জনগন খেতে পাক বা নাপাক রানি পুত্রের খাদ্যের জোগান তো তাদের দিতেই হবে ।
হবু রাজা বলে কথা ।
সৈন্য সামন্তের দল জনগনের কাছ থেকে খাদ্দের জোগান নিয়ে আসে ।
হবু রাজা কি আর যা-তা খেতে পারে ?
সে খায় হাতির কলজে আর তিমি মাছের চোখের মনি দিয়ে ভাজা চচ্চরি আর এজাতীয় আরও সব রাজকীয় খাদ্য ।
রানি পুত্রের ক্ষ ুধা র জ্বালায় জনগন আতংকিত । তাদের আতংক দ্্বিগুন হয় যখন তারা ভাবে এই মহা খাদক একদিন তাদের রাজা হবে ।
তারা করজোড়ে প্রার্থনা করে "হে মহা প্রভু এই সিমাহীন পেটুকের হাত থেকে আমাদের কক্ষা কর , অথবা তার অথৈ ক্ষুধা তুমি কমিয়ে দাও ।"
মহা প্রভু তাদের করজোড় প্রার্থনা শুনেছিল কিনা তা আমি বলতে পারছিনা ।
কারন গল্পের বাকি আংশ আমার জানা নেই ।
আমি দুঃখিত বাকি আংশ বলতে পারছিনা বলে ।
কেও জানলে দয়া করে লিখে দিয়েন ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




