আমাকে একটা ভাস্কর্য দাও,
আমি সবাইকে চেতনা দিব ।
ওরা চেতনার ফুলঝুড়ি, ওরা বীর জাগরন মঞ্চ
ওদের হাতেই দেখা যাচ্ছে প্রিয় বাংলার ধ্বংস ।
বেয়াদব আবার বাংলায় বলে চেতনার কথা !!
যাদের পায়ে পিষ্ঠ হতে দেখি আমার সাধের স্বাধীনতা !
বৈশাখ আসলেই ওরা মঙ্গল অমঙ্গলের
চেতনার খেলায় হয় ঋণী।
ওরা বড্ড অদ্ভুত,ওরা বহুরুপী,
মানুষ হিসেবে ওরা বড্ড ফানি ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



