(১) ফরহাদের হাতে আইফোন দেখে তার বান্ধবী বলল, " কী সুন্দর মোবাইল !! কত দিয়ে কিনলে ? "
ফরহাদ : দৌড় প্রতিযোগীতায় জিতেছি।
বান্ধবী : একসাথে কতজন দৌড়েছিলে ?
ফরহাদ : চারজন পুলিশ, একজন মোবাইল ফোন ব্যবসায়ী, আর আমি।
(২) শিক্ষক ক্লাসে তার ছাত্র-ছাত্রীদের উপদেশ দিচ্ছেন........
শিক্ষক : কখনো বিয়ে করবে না।
ছাত্র-ছাত্রী : কেন স্যার ??
শিক্ষক : বিয়ে করলে মানুষ পরাধীন হয়ে যা্য়। আমি কখনো বিয়ে করবো না। তোমরাও কখনো বিয়ে করবে না। আমি আমার ছেলে-মেয়েদেরও একই উপদেশ দিব।
(৩) ফরহাদ দোকানে গেছে একটি আয়না কিনতে......
বিক্রেতা : স্যার এই আয়নাটি নিতে পারেন। এটি খুব ভালো আয়না।
ফরহাদ : তোমার এই আয়নার বিশেষত্ব কি ?
বিক্রেতা : স্যার আপনি যদি এই আয়নাটিকে ১০০ তলার উপর থেকে ফেলে দেন, তাহলে এটি একতলায় পৌছানো পর্যন্ত ভাঙ্গবে না।
ফরহাদ : তাহলে আমাকে এইটিই দেন।
(৪) ফরহাদ বাসায় এসে আম্মুকে বলছে........
ফরহাদ : আম্মু তুমি কি পাশ ?
আম্মু : BA পাশ আব্বু।
ফরহাদ : কে বলেছে তুমি পাশ করেছো ? তুমি তো ফেল করেছো। A এর পর B হয়, এইটাও জানোনা !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




