আজ আমরা শিখব কিভাবে অপারেটিং সিষ্টেমের (Windows 7 , Windows XP , Windows Vista … ইত্যাদি ) সিডি তৈরী করা যায় , অর্থাৎ বুটাবল সিডি রাইট করা যায় ।
বুটাবল সিডি রাইটের জন্য আপনাকে নির্দিষ্ট কিছু ধাপ অনুসরন করতে হবে ।
যা যা লাগবে……..
১) একটি অপারেটিং সিষ্টেমের সিডি / ডিভিডি ।
২) একটি সিডি / ডিভিডি রাইটার ।
৩) একটি ফাঁকা সিডি / ডিভিডি (Blank CD/DVD) ।
৪) Burning সফটওয়্যার । ( আমি এখানে, Nero 6 ব্যবহার করছি । )
কৌশল :
১) প্রথমে অপারেটিং সিষ্টেমের সিডি / ডিভিডি টি রাইটারে প্রবেশ করান ।
২) এখন Nero সফটওয়্যারটি রান করান এবং গোলাকার স্থানটিতে ক্লিক করুন । ফলে নিচের ছবির ন্যায় একটি নতুন উইনডো আসবে ।
৩) এখান থেকে Nero Burning ROM অপশনটিতে ক্লিক করুন । ফলে নিচের ছবির ন্যায় একটি নতুন উইনডো আসবে ।
আপনি যদি সিডি রাইট করতে চান তবে CD অথবা যদি ডিভিডি রাইট করতে চাইলে DVD সিলেক্ট করুন ।
৪) ডান পাশ থেকে Copy লিখা অপশনটিতে ক্লিক করুন ।
ফলে এটি C ড্রাইভে কপি হতে থাকবে । কপি ১০০% অর্থাৎ সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
৫) কপি শেষ হলে, রাইটার থেকে সিডি/ডিভিডি টি সয়ংক্রিয় ভাবে বেরিয়ে আসবে । এবং ফাঁকা সিডি / ডিভিডি প্রবেশ করাতে বলবে । নিচের ছবির দিকে খেয়াল করুন ।
৬) এখন আপনি ফাঁকা সিডি / ডিভিডি প্রবেশ করান । অত:পর এটি সয়ংক্রিয় ভাবে রাইট হতে থাকবে ।
৭) রাইট শেষ হলে সিডি / ডিভিডি টি সয়ংক্রিয় ভাবে বেরিয়ে আসবে ।
৮) সবশেষে Exit দিয়ে বেরিয়ে আসুন ।
ব্যাস হয়ে গেল বুটাবল সিডি / ডিভিডি ।
কেমন লাগল ?????? জানাতে ভূলবেন না ।।।।।
ধন্যবাদ সব্বাইকে ।।।।।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




