একজন ধূমপায়ী তার জীবনে যে কতবার ধূমপান ত্যাগের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, তার কোন ইয়াত্তা নেই। একজন অধূমপায়ী ইচ্ছাকৃত ভাবে, শখের বসে ধূমপানে অভ্যস্থ হয়। আবার অপরপক্ষে একজন ধূমপায়ী শত চেষ্টা করেও ধুমপান ত্যাগ করতে পারেন না। “চেষ্টা করলে, উপাই হয়” এই কথাটা হয়তো একজন ধূমপায়ীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। সিগারেটের ধোয়া মূলত মস্তিষ্কে একধরনের অনুভূতি জোগায়। এই অনুভূতিতে মস্তিষ্ক একসময় অভ্যস্ত হয়ে পড়ে। যার জন্য ইচ্ছা থাকলেও একজন শত চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারে না। আর হঠাৎ করে ধূমপান ত্যাগ করলে তা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাড়াঁতে পারে। এ জন্য অবশ্যই আপনার উচিৎ হবে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া। অথবা কোন অসুধের সাহায্য নেওয়া।
আজ আমি আপনাদের এমনি একটি কার্যকর অসুধের সাথে পরিচয় করিয়ে দিব। এটি এক প্রকার ট্যাবলেট। ট্যাবলেটটির ফূল কোর্স এর দাম পড়বে ৭০০ টাকার মত। ট্যাবলেটটির নাম TABEX এটি বিগত চল্লিশ বছর ধরে রাশিয়া এবং পূর্ব ইউরোপের দেশ গুলোতে ব্যবহৃত হয়ে আসছে। ন্যাশনাল হেলথ সার্ভিস (এন এইচ এস) এর উৎদৃতি অনুসারে, এই ট্যাবলেট সিগারেটের নেশা হতে মুক্ত হতে সহায়ক ভূমিকা পালন করে। ট্যাবেক্স তৈরি হয় সাইটোসিন থেকে। সাইটোসিন নিকোটিনের সম্পূরক রাসায়নিক উপাদান। ল্যবরনাম (হলুদ ফুল বিশিষ্ট এক প্রকার গাছ) বীজে এই সাইটোসিন পাওয়া যায়। মেডিক্যাল রিসার্চ কাউন্সিল এবং ক্যান্সার রিসার্চ যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছে, ট্যাবেক্স ধীরে ধীরে সিগারেটের প্রতি বিতৃষ্ণা তৈরি করে। ৭৪০ জন রোগীর ওপর গবেষণা চালিয়ে তারা এ তথ্য জানান।
ঔষুধটি সম্পর্কে জানতে এইখানে ক্লিক করুন।
ঔষুধটি সেবনের নিয়মাবলী :
ঔষুধটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে কম্পানীর এই নিজস্ব সাইটটিতে ভিজিট করতে পারেন। সাইটটিতে ভিজিট করতে এইখানে ক্লিক করুন।
ধন্যবাদ সব্বাইকে।।।।।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




