বাংলাদেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানের ১০০'র বেশি গ্রাহক, ওরাকলের পার্টনার এবং ওরাকলের উচ্চপদস্থ কর্মকর্তদের উপস্থিতিতে সম্প্রতি ঢাকায় 'ওরাকল এক্সাডাটা টেকনোলজি ডে' অনুষ্ঠিত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাফল্য তৈরিতে আরো সুনির্দিষ্ট করে বললে ব্যবসা প্রযুক্তির ভূমিকা নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়।
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিরা ওরাকল ডাটাবেজ ১১জি রিলিজ২, ওরাকল ডাটাবেজ অপশন বিশেষ করে ওরাকল এক্সাডাটা ডাটাবেজ মেশিন এক্স২-৮ বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন। ওরাকল ওপেন ওয়াল্ড ২০১০ এ ঘোষিত নতুন উদ্যোগের আলোকে বাংলাদেশী ব্যবসার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন। এই আলোচনা সেমিনারে অংশগ্রহণকারীদের ওরাকলের পোর্টফোলিও থেকে তাদের সুনিদিষ্ট চাহিদার সমাধান খুঁজে পেতে সক্ষম করে।
ওরাকলের বিস্তৃত পণ্য সম্ভারের মধ্যে রয়েছে ওরাকল ডাটাবেজ ১১জি২, ওরাকল ডাটাবেজ অপশনের আওতাধীন ওরাকল রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টারস, ওরাকল রিয়েল অ্যাপ্লিকেশন টেস্টিং, ওরাকল এডভান্জড সিকিউরিটি এবং ওরাকল হাই এভিলিবিলিটি। বিজনেস টেকনোলজির এই সমস্ত সুবিধা নিয়ে ওরাকল ফিন্যান্সিয়াল সার্ভিস, উৎপাদন, বিপণন, খুচরা বিক্রি এবং টেলিযোগাযোগ ক্ষেত্রে সেবা প্রদানে ভাল অবস্থানে রয়েছে।
আসিয়ানের অনেক প্রতিষ্ঠান তাদের ডাটাবেজ অপারেশনে ওরাকলের এক্সাডাটা ব্যবহার করছে।
সিংগাপুর ন্যাশনাল হেলথ কেয়ার গ্রুপ, সিলেসটিকা, ফিলিপাইন সেভিংস ব্যাংক, বায়ার প্লাস, রবি(আজিয়াটা) এবং বাংলাদেশ নির্বাচন কমিশন এই অঞ্চলের এক্সাডাটা ব্যবহারকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠান।
ওরাকল এক্সাডাটা ডাটাবেজ মেশিন প্রোডাক্ট পরিবারকে বৃহৎ ওএলটিপির জন্য উচ্চক্ষমতা সম্পন্ন প্রযুক্তি, ডাটা ওয়্যারহাউজিং এবং কাজেরচাপ একত্রিকরণ সুবিধা দিয়ে নতুনভাবে সাজানো হয়েছে।এই মেশিনটিতে বর্তমানে চারটি কনফিগারশন রয়েছে: নতুন ওরাকল এক্সাডাটা এক্স২-৮ ফুল রেক এবং ওরাকল এক্সাডাটা এক্স ২-২ কোয়াটার রেক, হাপ রেক এবং ফুল রেক সিস্টেম।ক্রেতাদের সুবিধার জন্য ওরাকল এক্সাডাটা ডাটাবেজ মেশিন এক্স২-৮ এ সন্নিবেশিত হয়েছে : প্রাইভেট ক্লাউড কম্পিউটিং এ দ্রুততার সহিত ডাটাবেজ সার্ভিস প্রদান, ওএলটিপি'র কার্যচাহিদা এবং বৃহৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে ডাটাওয়্যারহাউজিং সহ চিনতে পারা, ইআরপি, সিআরএম সহ অন্যান্য বৃহৎ কার্যক্রমকে একত্রিত করার মাধ্যমে প্রযুক্তি খরচ কমানোর সুবিধা সমূহ।
ওরাকল আসিয়ানের ভাইস প্রেসিডেন্ট (টেকনোলজি এন্ড বিজনেস) রিকি কাপুর বলেন ' ওরাকল ক্রেতাদের ব্যবসায়িক চাহিদা পূরণে সর্বশ্রেষ্ঠ সেবা নিশ্চিত করতে তার গ্রাহকদের নিয়মিত অংশগ্রহণে বিশ্বাষ করে। ওরাকল টেকনোলজি ডে আমাদের অনন্য একটি কার্যক্রম যার মাধ্যমে ক্রেতাদের সাথে মতবিনিময় করতে পারি এবং আমাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের অভিজ্ঞতা জানতে পারি। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আমাদের পণ্য ব্যবহার করে স্ব স্ব ক্ষেত্রে তাদের প্রতিযোগিদের চেয়ে এগিয়ে আছে জেনে আমরা আনন্দিত। এই প্রেরণাই ক্রেতাদের সন্তুষ্টির জন্য আমাদের পোর্টফোলিওকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



