এই যে তোমায় পাওয়া হলো দীর্ঘ সংগ্রাম শেষে।
থেকো তবে কাছেই থেকো একান্ত ভালোবেসে।
প্রেমের পথের কাটাগুলো আপাতত নেই
তাই বলে বিরহ জ্বালা সে কিন্তু থাকবেই।
খুনসুটি আর ঝগড়া সে তো প্রেমের টনিক
অভিমান হবে হয়তো রাগ ও হবে খানিক।
তাই বলে চির বিচ্ছেদ নয় নয় প্রিয়
ভুল যদি করি কিছু তুমি শুধরে দিও।
আমরা দুজন সকল কাজে হব দৃষ্টান্ত
ভালোবাসার শেষ দেখে তবেই হবো ক্ষান্ত।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




