তুমি কি রোজই এ পথেই আসো?
দিনের শুরুতে নব রবি কিরণের মত হাসো?
এত ফুল!!!
কোন সে দেবতার চরণে পড়বে জমা?
আমায় কি একটু বিবেচনায় আনা যায় না?
খেয়ালি তুমি
জেনেছি আমি
চলো আপন খেয়ালে।
বেখেয়ালে না হয় একটু ভালোবাসো
ভীড়ের অজুহাতে আরেকটু কাছে আসো।
নিঃশ্বাসে নিঃশ্বাস পড়ে হয়ে উঠুক ভারি
তুমি শুধু হও আমার, আমি তোমারি।
ভীষণ শীতে হও তুমি উষ্ণ চাদর
বসন্তকালে সমীরণ হয়ে বয়ে যাও
দিয়ে যাও মিষ্টি আদর।
ভালোবাসো হোক স্পর্শকাতর
স্পর্শের জন্য কাতর নয় কখনও।
প্রেম প্রণয়ের এমন সুখানুভূতি যেন
যুগ যুগ জিইয়ে রয়।
দেবী,
আমি তোমার পুজারি
করছি নিবেদন।
সাড়া দাও কিংবা না দাও
তবু এ সমর্পণ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




