
জেগে উঠেছে রাতের আকাশ
অসীম নিস্তব্ধতার মাঝে
প্রাচীন বটগাছের শরীরজুড়ে হলুদাভ আলোক বিন্দু।
দীঘির জলের কুলকুল ধ্বনি বেয়ে
এগিয়ে চলেছে মাতালগন্ধী বাতাস,
নেশা জড়ানো অজানা ফুলের সৌরভ।
আঁধারের অদ্ভুত সৌন্দর্য আছে ,
আছে তো?
মৃত নক্ষত্রেররা উঁকি মারে আকাশে
শত কোটি আলোকবর্ষ দূর হতে।
কেউ একজন আসছে!!
মৃদু ছন্দে চলার শব্দ
পায়েলের নিক্কণ
কাচের চুড়ির রিনিক ঝিনিক
সাথে চেনা সুবাস
আমি জানি তুমি!
মধুরিমা! তুমি তো!
হ্যাঁ তুমি ই....
দুর নক্ষত্রের আলোয়
আমি তোমার শরীরের আবর্তন
চলার ছন্দ চিনে নিয়েছি
চেনা অভ্যাসে।
ওগো অভিসারীনি
চুপিচুপি এসে তুমি, চমকে দেবে ভেবেছো?
আজ ওঠেনি’কো চাঁদ
সাঁতরে যায়নি’কো কোন রাত জাগা পাখি
তমসাচ্ছন্ন আকাশ জুড়ে,
নাকি গেছে? গেছে কি?
তুমি দেখলে জানিও।
ভেজা ঘাসে আমি হাত বুলাই
বড্ড হিম পড়েছে।
কোথায় যে বসতে দেই প্রিয়তমা তোমাকে!
তুমি বসবে তো?
আচ্ছা আমি বিছিয়ে দেব না হয়
সেগুন পাতার আসন।
তুমি বসো,
আরাম করে বসো।
শত ভাবনায় তোমাকে আমি চাই
সেই সদ্য যৌবনকালের প্রথম অধরা স্বপ্ন তুমি
বড় আপন, বড় সংগোপন।
অপ্রস্ফুটিত কলি
ফুল হয়ে ফোটা হলো না তোমার।
দিন গেল কত হাজার হল না মধুরও মিলন।
সে না হয় হোক
আজ এসেছো যখন পাশে বসো ঘাস গালিচায়
দুটো গল্প করি
আজ ধরবো না’কো হাত
ওষ্ঠে দেবো না কোন চুমু
শুধু বসো।
খুব করে মনের সাথে মন মিশাই
আঁধারের দুঃখ লুকাই,
একে অন্যের।
তুমি শুধু আমার জন্য মন খারাপ করো
আমি তেমনি।
কতকিছু তো কতজনের হয় না নিজের করে পাওয়া
তবু তারা বেঁচে থাকে আগামীর আশায়
যেমন থাকি আমরা!
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২২ সকাল ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




