তোমার পাখার হাওয়ায়
নিভেছে প্রদীপ আমার।
এতো জোরে কেউ ডানা ঝাপটায় না-কি!
খুব তাড়া ছিল বুঝি!
উড়ে যেতে কোনদিন দেই নি তো বাধা
আমি তো ধরে রাখি নি তোমায়।
তবু তোমার এই ব্যস্ততায়
আমি লন্ড ভন্ড।
আগেই জানতাম
জানতাম তোমায় আটকাবার সাধ্যি আমার নাই।
আমার,না আছে চাল
না আছে চুলো!
তবু তোমার সঙ্গ লাভের লোভের বশবর্তী হলাম আমি।
তোমার পথের পানে চেয়ে থাকা
গভীর নিঃশ্বাসে নিঃশ্বাস রাখা
সে যেন আমার মাদক নেশা।
নেশার উপকরণ একটু চেষ্টাতে মেলে
এখন তোমায় মেলাবো কি করে বলতে পারো?
মধুরিমা,
রয়েছোতো বিদর্ভ নগরে!
তাই বুকে চাপি কষ্ট
আমি হই নষ্ট
ভুল ভালোবাসায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনা কালঃ ১০ জুন ২০২৩ রাত দশটা চুয়ান্ন।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৩ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




