শীত শেষে সূর্যটা কি আরেকটু কাছে এলো?
উষ্ণ স্পর্শের তীব্রতায় আরাম হারাম হলো!
দীঘির জলে কুঁজ বকটি পা ডুবিয়ে রয়
তপ্ত রোদে গাছের পাতাও জলকে যেতে চায়।
ছেলের দল পাতি পুকুরে দাপিয়ে সাঁতার কাটে।
মধ্য মাঠে কৃষাণের মাথায় বুঝিবা খই ফোটে!
তেষ্টাতে প্রাণ ওষ্ঠাগত বেঁচেই থাকা দায়।
ফল পাকুড়ের মিষ্টি স্বাদে মন কিছুটা জুড়ায়।
মেলার মাঠে খেলা চলে দিন কেটে যায় বেশ।
নাগরদোলায় দুলছে খুকু দেখতে সবিশেষ।
বেলা শেষে আকাশ ঝরায় দারুণ স্বস্তির বৃষ্টি।
বৈশাখে ভালো মন্দ মিলিয়েই মেলে সন্তুষ্টি ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:০৬