পথের পাশের আস্তাকুঁড়ে হতদরিদ্র এক নারী।
কাতর কণ্ঠে আর্তস্বরে করছেন আহাজারি।
দুহাতে তুলে নিয়ে এলাম পরম মমতায়।
যত্ন শুশ্রূষায় দুদিন বাদে সে নয়ন মেলে চায়।
ছলছল চোখে প্রশ্ন রেখে অবাক চোখে তাকায়!
কি আর আমি বলবো তাকে আসে না ভাবনায়।
নানা চিন্তা ভাবনার মধ্যে কত যে কিছু ভাবি
তাঁর ও মুখ দেখে মনে পড়ে মায়েরই প্রতিচ্ছবি ।
বললাম হেসে, "অবশেষে পেলাম আমার মা। "
গর্ভধারিনী না হলেও তুমিই তার যোগ্য উপমা।
আর তাই বুঝি মাতৃ রূপে ফিরলে আমার ঘরে
বহুকাল আগে যাকে আমি হারিয়েছিলাম চিরতরে।
বাগানে হঠাৎ ফুটলো যেন ফুল নব স্পর্শে।
আবার বুঝি বাজলো বীনা মিষ্টি সুরে হেসে।
এই কথাতে মা আমার চক্ষু মুদে হাসে।
একটু স্নেহের সোহাগে স্বর্গ সুখে ভাসে।
ভালোবাসাতো এমন জিনিস কেনা লাগে না।
যত খুশি বিলিয়ে দাও কখনও ফুরাবে না।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৫ রাত ৯:২৭