ঝিঁ ঝিঁ পোকাদের দুর্বোধ্য গান কী বোঝাতে চায়?
ছন্দ তালে সুর সুমধুর বোঝাবার এত কি দায়!
চাঁদ উঠেছে যদিও নামেনি প্রগাঢ় অন্ধকার।
পথ হারা বিহঙ্গ নীড়ে ছুটে চলে ব্যস্ততা অপার।
মাঝি মাল্লারা ফিরেছে ঘাটে পশ্চিম আকাশ রঙিন।
ক্লান্ত দেহ পাটাতনে সটান অবস্থা বুঝি সঙিন।
বিকেলের বৃষ্টিতে পরিচ্ছন্ন হয়েছে শুষ্ক প্রকৃতি আজ।
রূপালী সোনালী চাঁদোয়ায় বসেছে অপরূপ কারুকাজ।
বকুলের গন্ধে উদাসী বাতাস বেলা শেষের গায় গান।
ফুল সোহাগী লতা পাতায় সুখের ঐক্যতান।
মেঘ ভেসে যায় দুর পাহাড়ে বাতাস মেলেছে ডানা।
ভেজা মাটির সোঁদা গন্ধে মন হয়েছে আনমনা।
কৃষ্ণচূড়ার লালে লাল পাতায় রক্ত শপথ লেখা ।
নিজের চোখে গোধূলী বেলায় আমার বাংলাকে দেখা।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২৫ দুপুর ২:১৩