সেজেগুজে তৈরি খোকন রথের মেলায় যাবে।
পাঁপড়,গজা মন্ডা,মিঠাই ইচ্ছে মতো খাবে।
কিনবে বেলুন, খেলনা গাড়ি, একটা বাঁশের বাঁশি।
ছুটবে যেথায় যেদিক খুশি হাসবে অট্টহাসি।
নাগরদোলায় উঠতে যদিও বুক ঢিপঢিপ করে।
ঘুরঘুরন্টিতে সেই মজা সাধ মেটে না চড়ে।
মেঘলা আকাশ মেঘ গুড়গুড় আশার মুখে ছাই
খোকার বেজার মুখটির দিকে তাকাবার যো নাই।
এমন দিনে বর্ষা-বাদল মানতে কি মন চায়?
মেঘ সরিয়ে সূর্য হাসুক আপন মহিমায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ২৭শে জুন ২০২৫ সকাল ১০ঃ০০
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৫ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


