গত শতাব্দীর প্রতিটি রজনী আমার
দীর্ঘশ্বাসে টুইটুম্বুর ছিলো। সোনা-রাঙ্গা
নক্ষত্রগগুলো মোহনীয় চলনের ছন্দ হারিয়ে ফেলেছিলো;
পূর্ণ আর অর্ধপূর্ণ চাদের মনে হয়ততেছিল আফ্রিকান কোন রমণী
ওজুদে কালি মেখে বসে আছে সাগরের কোলে।
পুরো প্রকৃতি স্থির খাড়া।
সময়ের কাটাতে জং ধরেছে।
সব কিছুই নিশ্চল খাড়া যেন কামুক শহরের
কোন এক পুরুষের শিশ্ন সঙ্গমের নেশায় খাড়া হয়ে আছে।
হঠাৎ তুমি হাসলে ;
হাসলে, ছুয়ে দিলে আর চোখ টিপে মহাকালের চুলের গোছা ধরে
কানে কানে বলে দিলে, "লিখে রাখ শালা;
শতাব্দীর বিশুদ্ধতম সঙ্গমের প্রতিটি মুহূর্তের অশুদ্ধতম ভঙ্গিমার বয়ান।"
এই বিশুদ্ধতম স্খলনের কোন উৎপাদ নেই!!!
আমাদের পূণ্যময় আলিঙ্গনে
কাল হতে কনডম নিষিদ্ধ করা হোক!
আমরা উৎপাদ চাই।
বিশুদ্ধতম উৎপাদ!

ছবি : জাহেদুর রহমান রবিন
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


