একটা ডুপ্লেক্স বাড়ি করার স্বপ্ন অনেক দিনের। বাড়িটা ঢাকার বাহিরে করার ইচ্ছা আছে। স্থানীয় কয়েকজন ইন্জিনিয়ারের সাথেও এ ব্যাপারে কথা হয়েছে। তারা কয়েকটা মডেল দিলেও সেগুলো অনেকটা কনজাস্টেড। মন মত হচ্ছেনা। তাই বাড়ির কাজও থেমে আছে অনেকদিন।
ব্লগার ভাইদের মধ্যে কারো কাছে এরুপ কোন ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্লান থাকলে দয়া করে একটু জানাবেন। একটু খোলামেলা হলে ভালো হয়।
কিছু হিন্ডস্ দিলাম..
১। ৪ কাঠার জমি
২। দ্বিতীয় তলায় ৪টি সহ মোট ৬টা বেডরুম
৩। খোলা বারান্দা
৪। গাড়ি পার্কিং
৫। ভেতরে উভয় ফ্লোরে ১/৩ ভাগ খোলামেলা জায়গা
৪। মুটামটি বিলাসবহুল
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



