প্রেমসভা
অবশেষে আটাশ বসন্ত পেরিয়ে সে পেয়েছে বোশেখের দেখা
রোদের উৎসবে রোদফুল, আগুণ-রঙে-টানা শিল্পময় বিপর্যয়, বিকেলের করোটিতে সন্ধ্যারাগ,
অথবা ওয়েদার কক ঘুরে ঘুরে ডাকে ঈশাণ কোণের বায়ু
শীতের পর বৃক্ষহীন দেশে তবু সে খোঁজে সবুজ প্রিজম।
এরপর শুষ্ক তৃণ তারে ডেকে নেয় তস্কররূপী রাতে,
সে দেখে ঘোলা চশমার ফ্রেমে মোড়ানো বায়োস্কোপ: প্রেমসভা।
এরপর-
কেবল দেখাদেখি চলে
মেয়েটি দেখে... বাকিটুকু পড়ুন