ঢাকা-আরিচা মহাসড়কে সেনাটহল
উপজেলা প্রতিনিধি, বাংলামেইল২৪ডটকম
সাভার (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কে জনগণ ও যান চলাচলের উপযোগী করতে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে সাভারের ধামরাই ও আশুলিয়ায় সেনা সদস্যরা টহলে নেমেছে।
ঢাকা-আরিচা মহাসড়কে সেনাবাহিনীর টহলের বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা।
তিনি জানান, এ মহাসড়কে যানবাহন ও জনগণের চলাচলের উপযোগী করতে সেনা সদস্যরা কাজ করছে। এছাড়া ১৮ দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধে নাশকতার কথা বিবেচনা করে সেনাটহল শুরু হয়েছে।
বাংলামেইল২৪ডটকম/এসএ/এমএন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


