গতকাল বুধবার সকাল ১০ টায় বগুড়া পৌর উচ্চ বিদ্যালয় মাঠ হতে খনিজ সম্পদ রক্ষা কমিটি লং মার্চটি বগুড়া থেকে গাইবান্দার উদ্যেশে রওনা হয়। এর আগে তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির দিনাজপুরের ফুলবাড়ি অভিমুখী লংমার্চ মঙ্গলবার সন্ধ্যায় প্রায় দেড় হাজার সদস্য নিয়ে বগুড়া আসে। লংমার্চটি সন্ধ্যায় বগুড়া শহরের প্রানকেন্দ্র সাতমাথায় বিশাল সমাবেশ করে ও লংমার্চের শিল্পীরা সংগীত পরিবেশন করে।
লংমার্চে যোগ দেয়া বাংলাদেশ যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে জানা যায়, জনসাধারণের সহযোগিতায় লংমার্চের ৩য় দিন তাদের সংগঠন বগুড়ায় আসে। কমিটির পক্ষ থেকে বলা হয়, চলার পথে সাধারণ মানুষের সাড়া তাদের মুগ্ধ করেছে। তারা উল্লেখ করেন, দিন যত অতিবাহিত হচ্ছে লংমার্চের সদস্য সংখ্যা ততই বৃদ্ধি হচ্ছে।
উল্লেখ্য, জাতীয় কমিটির ৭ দফা দাবি বাস্তবায়ন করে ফুলবাড়ি কয়লা প্রকল্প উৎপাদন বন্টন চুক্তি (পিএসসি) ২০০৮ এর মতো জাতীয় স্বার্থ বিরোধী সব কর্মসূচি বাতিল ও দেশের স্বার্থ বিকিয়ে দেয়ার সব অপতৎপরতা বন্ধ করার দাবিতে গত ২৪ অক্টোবর ঢাকা থেকে তাদের এই লংমার্চ শুরু হয়েছে এবং ৩০ অক্টোবর দিনাজপুর ফুলবাড়িতে শেষ হবে।
বগুড়ায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলীর শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব আনু মোহাম্মদ, খালেকুজ্জামান, বিমল বিশ্বাস, মঞ্জুরুল আহসান খান, জোনায়েদ সাকি, টিপু বিশ্বাস প্রমুখ ।
এসময় বক্তারা পিএসসি চুক্তি বাতিলসহ জাতীয় কমিটি ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। বগুড়ায় লংমার্চের সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বগুড়া জেলা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম পল্টু, কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য সচিব কৃষ্ণ কমল, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদে জানা যায়, গাইবান্দা হয়ে লংমার্চটি গতকাল রাতে পলাশবাড়িতে অবস্থান করে এবং আজ ২৮ অক্টোবর রংপুরে গিয়ে লংমার্চটি সমাবেশ করবে। এরপর সৈয়দপুর হয়ে আগামী ৩০ অক্টোবর দিনাজপুর ফুলবাড়িতে গিয়ে লংমার্চটি শেষ হবে।
আলোচিত ব্লগ
হাদির হত্যাকান্ড ও সরকারের পরবর্তি করণীয়!
হাদির প্রতি বিনম্র শ্রদ্ধা। সে দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ইনসাফের জীবন এনে দিতে সংগ্রাম করেছে। তাকে বাঁচতে দিলো না খুনিরা। অনেক দিন ধরেই তাকে ফোনে জীবন নাশের হুমকি দিয়ে এসেছে... ...বাকিটুকু পড়ুন
মব রাজ্যে উত্তেজনা: হাদির মৃত্যুতে রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ



ইন্টেরিম সরকারের শেষদিন : গঠিত হতে যাচ্ছে বিপ্লবী সরকার ?

ইরাক, লিবিয়া ও সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার আন্তঃদেশীয় প্রকল্পটা সফল হতে অনেক দিন লেগে গিয়েছিল। বাংলাদেশে সে তুলনায় সংশ্লিষ্ট শক্তিসমূহের সফলতা স্বল্প সময়ে অনেক ভালো। এটা বিস্ময়কর ব্যাপার, ‘রাষ্ট্র’... ...বাকিটুকু পড়ুন
মব সন্ত্রাস, আগুন ও ব্লাসফেমি: হেরে যাচ্ছে বাংলাদেশ?

ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের একজন মানুষকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পুড়িয়ে মারা হয়েছে। মধ্যযুগীয় এই ঘটনা এই বার্তা দেয় যে, জঙ্গিরা মবতন্ত্রের মাধ্যমে ব্লাসফেমি ও শরিয়া কার্যকর করে ফেলেছে। এখন তারই... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতার নামে মব সন্ত্রাস

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্মের নাম ব্যবহার করে সংঘটিত দলবদ্ধ সহিংসতার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে তৌহিদি জনতা পরিচয়ে সংঘবদ্ধ হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।