মোখলেশ সাহেব ঢাকা শহরে ৩৫ বচ্ছর বৈবাহিক ও চাকুরী জীবন কাটিয়ে মারা গেলেন ৬৫ বচ্ছর বয়সে।উনার আমলনামার হিসাব হচ্ছে।
ফলাফল গোল শুন্য ড্র। মানে পাপ এবং পূন্য সমান সমান। চূড়ান্ত নির্ধারনীর জন্য এক্সট্রা টাইম মাস্ট। উপাত্ত হিসেবে মাননীয় বিচারক বেছে নিলেন উনি নিজ পরিবারকে কতটা সময় দিয়েছেন তা বিবেচনায় ৫০% হলেই পাস।
টুট... টুট...টুট... [হিসাব চলছে]
মোট সংসার জীবন ১২,৬০০ দিন।(প্রায় ৩৫ বচ্ছর)
মোট অফিস টাইম ৪,৭২৫ দিন।(৯ ঘন্টা প্রতিদিন
-----------------------------------------------------
বিয়োগফল ৭,৮৭৫ দিন। (৬২% ⬆️)
[মোখলেশ সাহেব মোটামুটি খুশি...] হিসাব চলছে...
অতএব, মোট পারিবারিক সময় ৭,৮৭৫ দিন।
এবং পরিবারে মোট অনুপস্থিতি ২,৬২৫ দিন।
-----------------------------------------------------
সুতরাং, সর্বমোট পারিবারিক উপস্থিতি ৫,২৫০ দিন।
যাহা পুরো সংসার জীবনের ৪২%⬇️
ফলাফলঃ অকৃতকার্য।
পুনশ্চঃ
মোখলেশ সাহেব দোজখে বইসা বিকারে বিড়ি টানতাসে আর ভাবতাসে, শালার এই ৩৫ বচ্ছরে ২,৬২৫ দিন তাইলে ছিলাম কই??
এমন সময় দুনিয়া থাইক্ক্যা এক শালার পুত চিল্লাইতাসে,"ওস্তাদ, বামে প্লাস্টিক।"

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




