কেউ যখন মহাকাশে থাকে তখন তার মনে জাগে পৃথিবীপ্রেম।
কেউ ইউরোপে বা আফ্রিকায় থাকলে তার জাগে এশিয়া প্রেম।
আর যখন এশিয়ার মধ্যে প্রতিযোগিতা বা প্রীতির ব্যাপার চলে আসে তখন জাগে দেশপ্রেম। এখানেই শেষ নয়।
দেশের ভিতর থাকে নিজ নিজ জেলার প্রতি পক্ষপাতিত্ব।
তারপর থানা, তারপর গ্রাম। গ্রামের ভিতর স্বার্থ-সংশ্লিষ্ট ব্যাপার চলে আসলে, তারপর আসে নিজ বাড়ির প্রতি দূর্বলতা।
বাড়ি থেকে ঘরে। ঘরের মধ্যে ভাই-বোন বা তাদের নিজস্ব পরিবারের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট ব্যাপার যখন আসে,
তখন যে যার রুমে গিয়ে আশ্রয় খোঁজে।
একেকটা বেডরুম তখন একেকটা দল।
সেই জন্যই বলে, সমস্ত প্রেম গিয়ে শেষ হয় বেড রুমে।

সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




