
The Shawshank Redemption..... যে মুভিকে ভালভাবে বিশেষায়িত করা হয়েছে এর রেটিং এর মাধ্যমে 9.3/10...সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুভিগুলোর একটা...IMDB তে শীর্ষস্থান দখল করে নেওয়া এটি একটি masterpiece বললেও কম বলা হয়ে যায়....১৯৯৪ সালের মুভি এই The Shawshank Redemption নিয়ে অজানা এবং unpopular কিছু তথ্য শেয়ার করব আজ----
>> The Shawshank Redemption বিখ্যাত লেখক Stephen King এর কয়েকটি ছোট গল্প Rita Haywarth and The Shawshank Redemption, Nazi-riffic Apt Pupil এবং The Body(aka Stand By Me) এর সামগ্রিক adaptation এ নির্মিত হয়েছিল।
>> "Red" এর চরিত্রটি বই অনুসারে লাল চুলের এক মধ্যবয়সী লোকের ছিল....নির্দেশক Darabont প্রথমে এই চরিত্রটির জন্য ইন্ডিয়ানা জোনস্ খ্যাত Harrison Ford,Clint Eastwood এবং Paul Newman কে approach করেছিল....পরে প্রত্যাখাত হয়ে রোলটি Morgan Freeman এর কাছে যায় এবং যা তাঁকে অস্কারে নমিনেশন এনে দেয় ।
>> Andy র চরিত্রটিতে প্রথমে Tom Hanks কে cast করা হয়েছিল....সেই বছরের আর একটি masterpiece Forrest Gump এর সাথে শিডিউল বিভ্রাটের কারণে সে এই মুভিতে অভিনয় করতে অসম্মত হলে মুভি শেষে Tim Robbins এর কাছে যায় এবং তাঁকে Andy চরিত্রে অবিস্মরণীয় করে রাখে।
>> স্বনামধন্য পরিচালক Steven Spielberg The Shawshank Redemption এর প্রশংসাতে director Darabont কে বলেছিলেন "The film was a chewing-gum movie—if you step on it, it sticks to your shoe. " !! He overrated it..
>> Tommy William এর চরিত্রটি Brad Pitt এর জন্য planned ছিল পরে সেটিতে চরিত্রায়ন করেছিল Gil Bellows.
>> প্যারোল পেপারে young Morgan Freeman এর যে ছবি দেখানো হয়েছিল সেটা in actually Morgan Freeman এর পুত্র Alfonso র ছবি ছিল ।
>> ফিনল্যান্ডে এই মুভি "Rita Hayworth—The Key To Escape" এবং ইসরায়েলে এই মুভি "Walls of Hope" নামে মুক্তি পেয়েছিল ।
>> বই অনুসারে গল্পের Shawshank এর অবস্থান Maine প্রদেশে হলেও সিনেমাটি তৈরী হয়েছিল Mansfield,Ohio তে। সিনেমা তৈরী হওয়ার পর জায়গাটি এক সময় পরিত্যক্ত হয়ে গেলেও এখন সেটি পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে....specially সেই oak গাছ যেখানে Andy, Red এর জন্য চিঠি পাথরের নিচে চাপা দিয়ে রেখে যায় এবং Andy র Shawshank থেকে পালিয়ে যাওয়ার মাধ্যম সেই টানেলটি।
>> সিনেমাতে Red এর Shawshank এ আসার কারণ ডাকাতি এবং গোলাগুলির অপরাধ হলেও বই অনুসারে সে Shawshank এ এসেছিল Andy র মতই স্ত্রীকে হত্যার অভিযোগে।
>> Coincidentally, The Shawshank Redemption এ Red এর Cell নম্বর এবং বিখ্যাত সাইকোলজিক্যাল হরর মুভি The Shining এর সেই অভিশপ্ত হোটেল রুম নম্বর একই ছিল " 237".....coincidence এর কারণ---দুইটা মুভির কাহিনীর স্রষ্টা একই....Stephen King !!
The Shawshank Redemption.....is that type of movie which may everlast in mind forever....an awesomeeeee and superbbbbbb one

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




