ডিসক্লেইমার: এইটা ব্লগীয় এবং ব্যক্তি জীবনের এক ছোটো ভাই কে উদ্দেশ্য করে লেখা। সাময়িক পোষ্ট। অপ্রাপ্ত এবং অতিপ্রাপ্তবয়স্কদের দেখার দরকার নাই।
ফুলপ্যান্ট ব্লগারগো কাইজ্জায় হাফপ্যান্ট কিংবা ডায়পার ব্লগারগো না যাওয়াই উত্তম.... হেরা কাইজ্জায় যা খুশি বলুক কারো সমস্যা নাই, হাফপ্যান্ট ওলা বাচ্চা ব্লগার তুমি আইলা কেন? ফুলপ্যান্ট পড়ার আগ পর্যন্ত কিংবা যতক্ষন না তুমি রেসিডেন্ট হও উপরের ফটুর মতো তিন বান্দরের গুন ধারণ করো... কিছু দেখবানা, কিছু শুনবা না আর কিছু কইবা না.......
বেশী কিছু দেখছো কিংবা শুনছো কিংবা বলছো -- তো হাত মুখ বান্ধার লিগা প্রস্তুত... মুরব্বীরা রম্য পোষ্ট লিখা কয় "আমি কইলাম কারও নাম লিখা পোষ্ট দেই নাই ইহা একখান নিখাদ রম্য পোষ্ট".... আরে ভাই তুমি কি এলিট নাকি যে তুমিও দেইখা দেইখা রম্য পোষ্ট দিবা আর সামু তুমারে নিরাপদে বামপাশের লিষ্টে ঝুলায় রাখবে???
এখন মজা বোঝো.... খাও ব্যান....
ভাঁড়শক্তির জয় হোক...................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




