somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীলাকাশের শূণ্যতা (১৫)

২৪ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহনা সিদ্ধান্ত নিয়েছে, যত কষ্ট ই হোক না কেন, হাসানের সাথে আর যোগাযোগ করবে না। হাসানের এই পাগলামি কে পাত্তা দিলে ২ জনের জন্যই খারাপ হবে। হাসানকে আজই বলবে মোহনা। রাতে ২ জনই অনলাইনে।
মোহনা: I M GOING TO FINISH EVERYTHING
হাসান: কি?
মোহনা: এই ৮ দিন।
হাসান: কিভাবে?
মোহনা: জানি না।
হাসান: তাই?তোমার জন্য?
মোহনা: যদি বলি হ্যা, মানবে?
হাসান: এই ৮ দিনই আমার তো আমার জীবনের সব।যতটুকু পাওয়া। তুমি শেষ করতে চাও, তোমার ব্যপার। তুমি চাইলেই পারো। আমি পারি না। পারবোও না। ভুলে যেতে চাইছ আমাকে?
মোহনা: তুমি ভুলে যাও, এটা চাইছি। আমি ভুলবো কি না, সেটা আমার ব্যপার, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না।
হাসান: আবার......এটা সম্ভব না। যেটা সম্ভব না সেটা কেন বলো? তুমি জানো, আমার কি সম্ভব আর কি সম্ভব না।
মোহনা: সব সম্ভব। just stop communication
হাসান।: হুমম... সম্ভব তোমাকে নিয়েই বেচে থাকা, তোমাকে নিয়েই থাকা। এটা তোমার ব্যপার, আমি তোমাকে বলার মত কোনো যোগ্যতা রাখি না, বা অধিকারও আমার নেই, but whatever may b the situation, just ekta kotha mone rekho,...i wont forget....u never......
মোহনা: শোন, আমি বলি। তুমি এত দিন হয়তো বা একটা আশা নিয়ে ছিলে, তাই অপেক্ষা করেছ। কিন্তু এখন ভাববে আর কোন আশা নাই। so u will be able to forget me now, lets try, stop the communication, it will be the 1st step
হাসান: হাহাহাহাহাহা। don try to humiliate my emotions....তুমি যা বলছ, যা তোমার feelings, তা নিয়ে আমার কোন আক্ষেপ নেই। just don do this,
আমাকে নিয়ে ভাবতে হবে না। আর তোমাকে তো বলেছি, তোমার ভাল না লাগলে আমাকে বলে দিও, আমি তোমাকে বিরক্ত করবোনা। এটা তোমার একান্তই নিজের ব্যাপার। তোমার ব্যপার নিয়ে মাথা ঘামাবার আমি কে? তাই না? but ...again,plz...don humiliate my emotions..my feelings....n my love.....
মোহনা: ok, আমি যদি বলি আমার ভাল লাগে না, তাহলে তুমি মানবে? বলো, আর contact করবে না?
হাসান: ভ্য় পাচ্ছো? lol...আমি অন্য ছেলেদের মত না, ঠিক আছে, আমি communicate করবো না, u ve to tell me that....but never try to know what i m doing...then u wont feel good....remember that.....ভুলেও সেটা করতে যেও না।
মোহনা: মানে?
হাসান: এত মানে বোঝার কি দরকার? চাইছ তোমার সাথে communicate না করি, ok,করবো না,..deal টা শুধু communication এর, তাই না?
আর তোমার ভাল লাগার।
মোহনা: কি জানি? বুঝি না, মাথা কাজ করে না।
হাসান: u can kill me if u want....but if u want to kill my emotions....forget it...therez none in this world,who can do that....
মোহনা: উফ, আল্লাহ্
হাসান: এত ভাবার কিছু নাই, তুমি যা চাও বলো, আমার কথা ভাবলে পারবা না।.....whatever u feel, go for that...i wont try to restrict u......but at the same time don try to know anything about me...that will hurt u may be....
মোহনা: why?
হাসান: আমার যা বলার তা বলেছি। আমি অনেক lucky...না বলে যদি মরে যেতাম, অনেক কষ্ট থাকত, সেই কষ্ট টা আর থাকবে না, কোন আফসোস নেই। clean and clear exit from the scene......no regret.......just few pain....thats all.....
আর বাকি সময়টা পার করে দেওয়ার মত অনেক কিছু তুমি আমাকে দিয়েছ এই কটা দিনে, কিছু আদায় করে নিয়েছি, জোর করে, বিরক্ত করে, ১৪ কেন? আরো ১০০ বছর পার করে দিতে পারব। আর তুমি বলছ, ৮ দিন শেষ করে দিবে, ঠিক আছে, তুমি পার তোমার দিক থেকে, সানন্দে।
(মোহনার চোখ ঝাপসা হয়ে গেছে। ঝর ঝর করে পানি পরছে। আর লিখতে পারছে না। কিন্তু মোহনা কখনোই হাসানের সামনে ভেংগে পরতে চায় না, যতই কষ্ট হোক, হাসানকে বুঝতে দিবে না সে)
মোহনা: ok.......................... done
হাসান: হুমম, ফোনটা ধরো, তোমার কথা গুলো বলে দাও, তোমার মত করে।
মোহনা: আর তো কোন দরকার নাই, বোললাম তো। আমার আর কিছু বলার নাই।
হাসান: আছে।
মোহনা: না।
হাসান: তোমাকে বলতে হবে তুমি কি চাও, নিজের মুখে।....its for me....
মোহনা: plsss
হাসান: yes....
মোহনা: আর কিছু করতে বলো না, enough...
হাসান: বারে...এতো বড় আনন্দ তোমার জীবনে দিচ্ছি আমি, আমার জন্য এটুকু করতে পারবে না? আমার জীবনের এটুকু চাওয়াও কি তুমি পারো না পূরন করতে ?
মোহনা: না।
হাসান: ok.............................done...................লাগবে না....
ভাল থাক, সুখে থাক, n one thing......never try to look toward me just from the next minute i sign out.....
সহ্য করতে পারবে না।
হাসান: আমি তোমাকে ভালবেসেছি, ভালবাসি, সারাজীবন ভালবেসে যাব।
মোহনা: pls ভাল থেকো।
হাসান: THATS NOT YOUR HEADACHE.....LOL
JUST FORGET ME.......
হাসান: yaaa, i will
মোহনা: রাস্তার ধারে কুকুর দেখেছ? ওদের দিকে কেউ তাকায়না। পশে দেখলে ভেবো, এমন একটা কুকুর দাড়িয়ে আছে, REACT করো না
মোহনা: ছি!
হাসান: মাফ করে দিও, তোমার সাজানো জীবনের কয়েকটা দিন একটু আঘাত দেবার জন্য। lol...thats it...তুমি বলেছ, তোমার বলার কিছু নাই, so, now don tell me nething...
মোহনা: if u can, hate me
হাসান: u ll forget me...try করলে পারবা।
হাসান: ya, i will forget u
হাসান: but till the last breadth of my life....সেটা যে ক্য়দিনই হোক, I LL ALWAYS LOVE U........অনেক ভালবাসবো।
আর কিছু হলে plzzz দেখতে এসোনা, that ll hurt u.............never...
আল্লাহ্ হাফেয।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কর কাজ নাহি লাজ

লিখেছেন বাকপ্রবাস, ১৬ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৪


রাফসান দা ছোট ভাই
ছোট সে আর নাই
গাড়ি বাড়ি কিনে সে হয়ে গেছে ধন্য
অনন্য, সে এখন অনন্য।

হিংসেয় পুড়ে কার?
পুড়েপুড়ে ছারখার
কেন পুড়ে গা জুড়ে
পুড়ে কী জন্য?

নেমে পড় সাধনায়
মিছে মর... ...বাকিটুকু পড়ুন

তাঁর বোতলে আটকে আছে বিরোধী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:০৭



সেই ২০০৯ সালে তিনি যে ক্ষমতার মসনদে বসলেন তারপর থেকে কেউ তাঁকে মসনদ থেকে ঠেলে ফেলতে পারেনি। যারা তাঁকে ঠেলে ফেলবে তাদের বড়টাকে তিনি বোতল বন্দ্বি করেছেন।... ...বাকিটুকু পড়ুন

নতুন গঙ্গা পানি চুক্তি- কখন হবে, গ্যারান্টি ক্লজহীন চুক্তি নবায়ন হবে কিংবা তিস্তার মোট ঝুলে যাবে?

লিখেছেন এক নিরুদ্দেশ পথিক, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২৬


১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ফারাক্কা বাঁধ শুষ্ক মৌসুমে বাংলাদেশে খরা ও মরুকরণ তীব্র করে, বর্ষায় হঠাৎ বন্যা তৈরি করে কৃষক ও পরিবেশের মরণফাঁদ হয়ে উঠেছে। পানি বঞ্চনা এবং... ...বাকিটুকু পড়ুন

কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ১৬ ই মে, ২০২৪ রাত ৯:৩৪



কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?
আমার খুবই জরুরি তার ঠিকানাটা জানা,
আমি অনেক চেষ্টা করেও ওর ঠিকানা জোগাড় করতে পারছিনা।

আমি অনেক দিন যাবত ওকে খুঁজে বেড়াচ্ছি,
এই ধরুণ, বিশ-একুশ বছর।
আশ্চর্য্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ব্লগার ভাবনা:কথায় কথায় বয়কট এর ডাক দেয়া পিনাকীদের আইডি/পেইজ/চ্যানেল বাংলাদেশে হাইড করা উচিত কি? ব্লগাররা কি ভাবছেন?

লিখেছেন লেখার খাতা, ১৭ ই মে, ২০২৪ রাত ১২:১৩



অপূর্ব একজন চমৎকার অভিনেতা। ছোট পর্দার এই জনপ্রিয় মুখকে চেনেনা এমন কেউ নেই। সাধারণত অভিনেতা অভিনেত্রীদের রুজিরোজগার এর একটি মাধ্যম হইল বিজ্ঞাপনে মডেল হওয়া। বাংলাদেশের কোন তারকা যদি বিদেশী... ...বাকিটুকু পড়ুন

×