কাঠুরিয়া; কাঠ না কেটে আমার ছায়া কাটো
ছায়াতেই এখন বড় ভয় ।
দ্বৈরথ জীবনের বোবা কান্না
নষ্ট সময়ের চাকায় হবো আর কত রুদ্ধ
অনুভূতির অনুভূমে নির্বাক চিত্র
কবে হবে সবাক।
আমি তো বাঁচার আনন্দ চাই না
জীবনের জন্য চাই কিছু আনন্দ
স্বাভাবিক মৃত্যুর অমৃত ঘ্রাণ।।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




