
নিজের গরীবি অবস্থার পেছনের দায় এলিটদের কাধে চাপিয়ে তাদেরকে শত্রু হিশেবে ধরে নিয়ে এলিটদের যেকোনো দুরাবস্থার খবর নন এলিটদের আনন্দ দেয়, যেমন টাইটান নিখোঁজের খবরে হাহা রিয়েক্ট । এর পেছনে হিংসাও কাজ করে।
আবার নন এলিটদের যেকোনো সাফল্যে বাকি সব নন এলিটরা খুশি হয় বাহবা দেয়, যেমন শাহিন মাস্টার বা হিরো আলম ইস্যু।
অন্যদিকে এলিটরা এইসব নন এলিটদের উত্থানকে পছন্দ করে না, নিজেদের থালায় ভাগ বসাতে চাইয়েছে বলে তারা এদেরকে ঠেকাইয়া রাখতে চায় ( আমি জিতে গেলে আমারে স্যার ডাকতে হব এজন্য আমারে হারিয়া দেওয়া হইছে :হিরো আলম)
তবে এই ঠেকাইয়া রাখার চেষ্টাকে পন্ড করে নন এলিটরা যদি একবার থ্রেশহোল্ড পার হইতে পারে তখন আর এলিটরা তাদেরকে গ্রহণ করতে কার্পণ্য করে না, থালায় যখন হাত দিয়াই দিছত তো খা।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২৩ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




