আবু সায়িদের ঘরে ফেরা কথা ছিলো রাত দশটায়
কথা ছিলো সে ভাত খাবে মায়ের সাথে
বোনের সাথে বাবার সাথে,
মা মাছের মাথা তুলে দেবে তার পাতে
জিজ্ঞাসিবে "কি হইতাছে দেশটায়"?
সে মিছিলের গল্প শুনাবে
বলবে সুদিন খুব বেশি দূরে না,
ততটাই দূরে যতটা দূরে সে পুলিশ থেকে বুক চিতিয়ে
দাড়িয়ে ছিলো,
একথা শুনে বাবার গর্ব হবে, যদিও মুখে বলবে
এসবের কি দরকার বাবা, কত মানা করেছি তরে না?
মা বকবে বোকা কোথাকার, পুলিশের সাথে কি কেউ লাগে?
ওরা কি মানুষ? ছাড়তো কি ওরা তরে পাইলে বাগে?
হাসে আবু সায়িদ, আমি একা না মা, অনেক মায়ের ছেলে
জান বাজি রেখে ন্যায়ের তরে মিছিলে ঘাম ফেলে।
দেশটা আবার স্বাধীন হবে, যায় যদি যাক প্রাণ
মিছিলে গেলে পাই গো মা ফেরদাউসের গ্রাণ।
এখন ঘুমাই ক্লান্ত শরীর, দোয়া করো সবে মিলে
কাল সকালে যেতে হবে যে আবার মিছিলে।
২৫-০৭-২০২৪
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৪ রাত ২:২৬