রয়টার্সকে দেওয়া জয়ের সর্বশেষ সাক্ষাৎকার হেসে উড়িয়ে দেওয়া উচিত না, জয়ের আগের ইন্টারভিউ গুলোতে সে তার নিজের কথা বললেও এই ইন্টারভিউতে সে শিখিয়ে দেওয়া কথা বলছে। এই কথাগুলো তার নিজের না।
তার বক্তব্যের পরেই বিচারপতিরা সভা ডাকেন, পরে অবশ্য চাপের মুখে তা স্থগিত করেন। এখন হাইকোর্টে ইউনুস সরকার কেনো অবৈধ নয় সেই মর্মে রিট হলেও অবাক হবো না। রিট আমলে নেওয়ার মতো আওয়ামীপন্থী বিচারপতির অভাব নাই। এখন রিট রুখতে কি জরুরি অবস্থা জারি করবেন?
জয় বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নের ইশারা দিয়েছেন। উনাকে যিনি এই কথা শিখিয়ে দিয়েছেন তিনি এখন বুঝতে পেরেছেন যে ইউনুস সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করবে যা বিএনপি পছন্দ করবে না, বিএনপি আওয়ামীলীগ উভয়েরই এখন উদ্যেশ্য একটা, নির্বাচন। সো তাদের উভয় দলকে ভবিষ্যতে একত্রে ইউনুস সরকারকে চাপ দিয়ে নির্বাচন আদায় করা অন্যথায় আন্দোলন করার প্রয়োজন দেখা দিতে পারে।
জয় আওয়ামিলীগ তথা বাংলাদেশ প্রশ্নে আগে হেসে উনারা ইন্টারেস্টেড না এই কথা বললেও এখন অন্য কথা বলছেন, তার এই "অন্যকথা" প্রতিবিপ্লবের বীজ রোপণ করলো।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১১