
ঘটনা হইতেছে, পাকিস্তান জ*গী পাঠাইয়া আক্রমণ করাইছে।
ভারত বলছে 'কাম কি করলি? তোর সাথে যুদ্ধ'। পাকিস্তান বলছে 'মাইরেন না মাইরেন না আমরা মারিনাই, ওই কুলাংগার জ*গীরা মারছে'
'আমরা আপনাগরে ওদের ঠিকানা দিতাছি, আইসা মাইরা যান'।
'তবে আমাদের ঘরে আইসা মাইরা গেলে আমাদের বদনাম হইবো, তাইলে কি করা যায়? আচ্ছা আমরা পরে নিন্দা প্রস্তাব দিমুনে, আপনারা মাইন্ড খাইয়েন না'।
ভারত কয় 'ব্যাটা প্রতিবারই তো নিন্দা প্রস্তাব দেস, মানুষ বুইঝা লাইবো যে এটা আমাগর মিউচুয়াল বুঝাপড়ার মাধ্যমে ঘটছে। নতুন কিছু বানাইতে হইবো। দাড়া, করন জোহররে কল লাগাই দেখি, কোনো স্ক্রিপ্ট দিতে পারে কি না'।
করন জোহর কইলো 'স্ক্রিপ্ট একটা আছে, ভারত গিয়া পাকিস্তানি জ*গীদের মাইরা আসবো, পাকিস্তান জবাবে তাগর বিমান নিয়া আকাশে কিছুক্ষণ হাওয়া খাইবো, টুশ টাশ দুয়েকটা আওয়াজ করবো, পরে দাবি করবো তারা ভারতের ৫টা বিমান ধসাইছে', কিন্তু ভারত অস্বীকার করবো'
'এতে ভারতের জনগণ খুশি যে, পেহেলগামের বাদলা নেয়া হইছে, পাকিস্তানরে ঘরে গিয়া মাইরা আসছে। পাকিস্তানের জনগণ খুশি যে পাকিস্তান ভারতের ৫ টা বিমান ধসাইছে। ভারত যে তাদের সার্বভৌমত্বের (একটা খারাপ শব্দ) মাইরা গেছে এটার চিন্তা ভুইলা যাইবো'।
'তারপর আর কেউ কাউরে আক্রমণ করবো না। উভয়েই বিজয় লাভ করছে ভাইবা ঘুমেসে পড়বো। পরিস্থিতি আস্তে আস্তে শান্তি হইবো, মানুষ ভুইলা যাইবো'।
সিনেমা শেষ।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২৫ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


