বর্তমান বাংলাদেশের জনপ্রিয় একটি শব্দ হচ্ছে ব্লগার। বোধহয় কালি কলম বাদ দিয়ে ওপেন সোর্সের জগতে ইন্টারনেট লেখালেখি আবির্ভুত হবার সাথে সাথে ব্লগার শব্দটির আবির্ভাব হয়েছে। কোন ব্লগে আমার মতো দু একটা কথামালা টাইপ করেই নিজেকে ব্লগার পরিচয় দিয়ে থাকি। বিভিন্ন ঘটনা উত্তেজনা আর মিডিয়া আরো আলোচিত করে রেখেছে ব্লগার নামক শব্দটির। এতে করে আমরা নিজেদের আমরা চিন্তাশীল দাম্ভিকতা প্রকাশের লেবাসে থাকি। যা হয়তো সাহিত্য বা চিন্তার যুক্তিকে ক্ষয় করে দিচ্ছে।
আমাদের দেশে শহিদুল্লাহ কায়সার, হুমায়ন আহম্মেদ, ড. জাফর ইকবাল এদের মতো বুদ্ধীজীবি আরো মানুষের জন্ম হয়েছে যারা কিনা আমাদের পরামর্শ বা পথ দেখাতে পারে সঠিকভাবে। তাদের লেখনির ধারা আমাদেন মতো পাঠকদের কাছে সব সময় অনুপ্রেরনা যোগায়। কিন্তু ব্লগের এ জগতে এসে যদি আমি কিছু ছন্নছাড়া কথামালা লিখে প্রকাশ করে ব্লগার নাম ধারন করি তাহলে পাঠক শ্রেনী হারিয়ে সকলে ব্লগার হয়ে যাবো। কেও কারো কথা শুনবোনা যার যার যুক্তি আর তত্বজ্ঞান ধারন করে একটা মহা বিতর্কের প্লাটফর্ম তৈরী করবো। এটা হতে পারে না। তাহলে বাংলার শিক্ষা সাহিত্য আর চিন্তাশক্তি নিয়ন্ত্রনহীন অগোছালো পথে পরিভ্রমন করতে থাকবে।
তাই আমার বিশেষ নিবেদন দেশে জ্ঞান সম্পন্ন ব্যাক্তি বর্গ বা ব্লগার ভাইরা লিখতে থাকুক ব্লগিং প্লাটফর্মে। আর আমারর মতো যারা এতো কিছু জানি না বা লিখার যোগ্যতা এখনো হয়নি তারা আপাতত পাঠক হয়েই থাকি।
বি:দ্র: মাঝে মাঝে চাইলে সুন্দর লেখায় দু রাইনে মন্তব্য করে একটু আকটু লেখার চেষ্টা করতে পারি।