
মোডেমটা আমার মারাত্মক মানের ভাল লাগছে । দাম পড়ল ১৮৩৮ টাকা তাও আবার ৫১২ স্কাই প্যাকেজ সহকারে!

আর একটা মজার খবর হইল যে, আমাকে এতো দিন প্রতি মাসে ৩০ জিবি লিমিট দেয়ার কারণে ওদের ছোট্ট একটা বাঁশ দিব । আর তা হল, আমার যে পুরানো কানেকশনটা আছে, তা দিয়া ডিসেম্বরের ১৫ দিন আচ্ছামত ডাউনলোড করমু তারপর বিল না দেওয়ার জন্য আমার লাইন দিব কাইট্টা আর আমিও আর টাকাডা অগো দিমু না, কি মজা!
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




