
প্রিয় হৃদয়ভ্রষ্টা,
মাঝে মাঝে ভাবি, তুমি কেমন আছো?? কোথায় আছো?? কার সাথে আছো?? ভালো আছো তো!! তুমি কি এখনো আমার কথা ভাবো?? তোমার মাঝে কি কিছুটাও অনুতপ্ততা আসে না, থাক, সেসব কথা আর নাইবা বললাম।
আচ্ছা, তুমি কি চোখে এখনো কাজল দাও?? কাজলকালো চোখে কিন্তু তোমাকে অপূর্ব লাগত। মনে হতো যেন, কাজল শুধু তোমার চোখের জন্যই সৃষ্টি হয়েছে। আর তোমার চুল, তোমার ঐ অগোছালো চুলের মধ্যে যেন বিধাতা এক নৈপূর্ণ দিয়ে দিয়েছেন।
জানি বেশ ভালোই আছো আমাকে ছাড়া। কিন্তু জানো, তোমার সেই স্মৃতিগুলো আমার পিছুই ছাড়ে না। তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজো আমার চোখে ভাসে। যখন খেতে বসি, তখন নিজের উপর হাসি আসে এই ভেবে যে, এক সময় কেউ আমার জন্য না খেয়ে বসে থাকতো । মনে আছে, আমার শার্টের বোতাম সবসময় খোলা থাকতো, আর তুমি নিজ হাতে লাগিয়ে দিতে। তাই বলে আমি আরও সব সময় খোলা রাখতাম, আর তুমি এজন্য আমাকে কতো ধমক দিয়েছো। কিন্তু একটিবারও কি ভাবো নি, তুমি বোতামগুলো লাগানোর জন্যই আমি খোলা রাখতাম। আজো তা খোলাই রাখি যেন তুমি এসে আবার বোতামগুলো লাগিয়ে দাও, একটু না হয় মিশ্রিত রইল ।
ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে একদিন বলেছিলে, আমার টাই সব সময় তুমি বেঁধে দিবে, জানো, আমি আজো টাই বাধা শিখলাম না। তুমিও আর আসলে না.........................
ভালবাসা হচ্ছে এমন জিনিস, যা সবাই পারে না। তুমি পারতেও বটে, এতো ভালবাসবে আমায় ভাবিনি। তাই পরে বুঝতে পেরেছি, কি ছিল ঐ ভালবাসার মাঝে। নারী এমন এক সৃষ্টি, তারা যখন কোন পুরুষের জীবনে যায়, সেই পুরুষের সব কিছু জুড়ে সে থাকে আর যখন চলে যায় যেন একেবারে নিঃস্ব করে চলে যায়।
মনে পড়ে, তোমার সেই গ্রামে যাওয়ার কথা একটি দিনের জন্যই যাচ্ছিলে, তবু সকালে আমায় না দেখায় কতোটা অধীর হয়েছিলে, বলেছিলে, যেন খুব কাছের কিছু রেখে যাচ্ছো, আজ হয়তো আমি তোমার সেই কাছের কেউ নই। কিন্তু জানো, আমি আজো যখন বাহিরে কোথাও যাই মনে হয় যেন, কিছু রেখে যাচ্ছি। খুব খুঁজি, পরে বুঝতে পারি, যেই মনটা হারিয়েছি তা খুঁজে পাব কোথায়।
তুমি বলেছিলে তোমাকে যেন ভুলে যাই, দিব্যি করে বলছি খুব চেষ্টা করেছি আমি, কিন্তু কেন যেন আমার দ্বারা হয় না। তোমার ঐ ভালবাসা আমার নেশায় পরিণত হয়েছে, যে নেশা কখনো কাটবার নয়। তবু আমি তোমায় ভুলবো, যদি বেচে থেকে সম্ভব না হয় তবে মরে গিয়ে সম্ভব করবো।
ভালো থেকো
ইতি,
তোমার অকালকুষ্মাণ্ড
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



