হয়ত একদিন তোমার সন্তান তোমায় জিজ্ঞাসা করতে পারে
মা তুমি কি কখনও কাউকে ভালবেসেছ?
সেই মুহূর্তে তুমি কি আমার কথা মনে করবে?
তোমার চোখের পাতা কি অশ্রুজলে সিক্ত হবে?
তুমি কি লজ্জা পাবে?
তোমার গাল কি লাল রং ধারন করবে?
তুমি কি আমাদের প্রথম আলিঙ্গনের কথা মনে করবে?
তুমি কি তোমার অঙ্গীকারের কথা মনে করবে?
নাকি শুধু বলবে না এবং তোমার সন্তানের সাথে মিথ্যাচার করবে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


