সালেহিন আরসেডি ভাইয়ের পোস্টটি কপি করে দিচ্ছি , , বিস্তারিত এখানেই আছে
আপনি এডভেঞ্চার পছন্দ করেন বা না করেন " ন্যাশনাল জিওগ্রাফিক" নিশ্চিত ভাবে আপনার প্রিয় চ্যানেল গুলোর একটি। শত বছর পুরনো এই ম্যাগাজিন টি প্রথম থেকেই এডভেঞ্চার প্রেমীদের জন্য প্রেরণা হিসেবে কাজ করে। প্রতি বছর তারা রোমাঞ্চের খোঁজে পৃথিবীর আনাচে কানাচে পাগলামী করে বেড়ানো এই ক্ষ্যাপাটে কিসিমের মানুষ ও তার কাজ কারবার গুলোকে সবার সামনে তুলে ধরে। এই বছর প্রথমবারের মত বাংলাদেশ থেকে আমাদের গর্ব ওয়াসফিয়া নাজরিন কে একটিভিষ্ট ক্যাটাগরীতে হাইলাইট করা হয়েছে। এই বছরের দশ জন সেরা এডভেঞ্চারারের মধ্যে উনিও একজন। এটা আমাদের জন্য খুবই সম্মানের। বাংলাদেশকে আউটডোর স্পোর্টস এর দিক থেকে পৃথিবীর বুকে তুলে ধরার জন্য ওয়াসফিয়া কে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ।
এখন জনমত জরিপে “পিপলস চয়েজ এওয়ার্ড” টি বাংলাদেশে আনতে হলে আমাদের সবার ভোট দরকার। প্রতিদিন আপনার একটি ভোট। আমার মত এই পেজটি এখনই বুকমার্ক করে রেখে দিন আর প্রতিদিন কম্পিউটারে বসে নেটে লগইন করেই একটি ভোট দিয়ে দিন। আমরা সবাই মিলে ভোট দিলে ওয়াসফিয়াই হবে এই বছরের সেরা এডভেঞ্চারার। বাংলাদেশের কপালে যুক্ত হবে আরেকটি গৌরব মুকুট।
ভোট দেয়ার লিংক এখানে ক্লিক
**মনে রাখবেন...প্রতিদিন একটি ভোট !
অনেক ধন্যবাদ সবাইকে কে কে কে কে কে
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮