![]()
দুনিয়ার সবচাইতে দামী বইটির দাম কতো হতে পারে?
উপরের যে বইটি দেখছেন সেটি একটি গুটেনবার্গ বাইবেল 'হোলি গ্রেইল অফ বিবলিওফাইলস'! ছাপার ইতিহাসে এটা প্রথম দিককার বই । এটি ১৮০ কপি ছাপানো হয় যার ১৩৫ কপি ছাপানো হয় কাগজে আর ৩৫ কপি ছাপা হয় ছাগলের চামড়া দিয়ে বানানো পার্চমেন্টে।
অধিকাংশ গুটেনবার্গ বাইবেল বাঁধাই ছাড়া আলগা পেজ হিসাবে বিক্রী হয়। ক্রেতা পরে নিজের ইচ্ছামত বাধাই করে নেয়। এতে একেকটা বই একেকরকম বিশেষ চেহারা পায়!
নিখুত একটা গুটেনবার্গ বাইবেলের কপি পাওয়া দুর্লভ ব্যাপার হয়ে গেছে। একটা পাতাই বিক্রী হয় ২৫০০০ ডলার থেকে ১ লাখ ডলারে! একটা পুর্ণাঙ্গ বইএর দাম প্রায় ২৫ মিলিয়ন থেকে ৩৫ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে! তবে ঐ দামে আজও বিক্রী হয়নি। তবুও এটাই দুনিয়ার ২য় সেরা দামী বই!
![]()
উপরে যে ছবিটি দেখছেন সেটি একটি নোট বই। বর্তমান নাম 'কোডেক্স ডি লেইসেস্টার'।
এটা বিশ্ব বিখ্যাত আঁকিয়ে লিওনার্দো দা ভিন্সীর একটা নোট বই যাতে তিনি ১৫০৬ সাল থেকে ১৫১০ সাল পর্যন্ত তার বৈজ্ঞানিক পর্যবেক্ষনগুলো নোট করেন।
এই কোডেক্স লেইসেস্টারের বিশেষত্ব হলো এটা সেই মহান পুরুষটি মানে লিওনার্দো দা ভিন্সি নিজ হাতে লিখেন।
এই বইটির আর কোন কপিও প্রিন্ট করা হয়নি। নোট বইটি ১৮ পাতার তবে ভাজ করলে এটি ৭২ পাতার বই হয়ে যায়।
এর বৈজ্ঞানিক তত্বগুলোও যথেষ্ঠ মুল্যবান যা নিয়ে আজো গবেষনা চলে।
বইটি এই গ্রহের সবচাইতে ধনী মানুষ বিল গেটস কিনেন ৩০.৮ মিলিয়ন ডলারে। আর এর ফলে এটাই দুনিয়ার সবচাইতে বেশী দামে বিক্রীত বই!!
সুত্র:
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




