বিশ্বের দরিদ্রতম দেশগুলির একটা ইয়েমেন। স্রেফ নৈতিক কারণে লোহিত সাগর দিয়ে ইসরাইল অভিমুখী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বহুদিন।
ফলে ইসরাইলের আইলাত বন্দর দেউলিয়া হয়ে গেছে। এশিয়া আফ্রিকা থেকে আমদানীতে তুমুল সমস্যা, অতিরিক্ত খরচ আর সময় লাগছে।
সম্প্রতি ইরানে হামলার কারণে ইরান ইসরাইলের প্রধান বন্দর হাইফাতে মিসাইল আক্রমণ চালায়, হাইফার ক্ষতি খুব বেশি।
কাজেই ইসরাইল গেছে আমেরিকার কাছে, আমেরিকা ইয়েমেনের হুথিদের প্রস্তাব দিয়েছে - লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল করতে দিলে হুথি সরকারকে স্বীকৃতি দেবে আমেরিকা।
হুথিরা সোজাসাপ্টা বলে দিয়েছে - আমরা ফিলিস্তিনিদের ওপর অত্যাচারের প্রতিবাদে এসব করছি, কোন কিছু পাবার আশায় নয়।
আর ইয়েমেন থেকে বহু দূরের এক দেশে এক ইউনুস্কি তার দেশের ভবিষ্যৎ ধ্বংস করে আমেরিকাকে খুশি করতে উঠে পড়ে লেগেছে।
ওরাও মানুষ, এরাও মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায় !
copy

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


