ওর স্বপ্নগুলো লিখবাে লিখবাে করে লিখে উঠতে পারছি না। কিভাবে লিখবো বুঝে উঠতে পারছি না। ও আমাকে সব সময় লিখতে বলতো, আমি লিখতাম না।" বলত আমি আছি লিখ ভুল হলে ঠিক করে দিব।"
এখন তো ঠিক করে দেওয়ার কেউ নেই, কথা যদি অসংলগ্ন হয় তবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
তাঁর শেষ স্বপ্নটি ছিল শীতার্থ মানুষের জন্য শীত বস্ত্র বিতরণ করতে যাবে, আমাকে বলেছিল কাপড় গুছিয়ে রাখতে।
তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, শেষ থেকেই শুরু করবো। আগামী ২০-২১ তারিখে রংপুর যাচ্ছি ওর যত পোশাক ছিল সবকিছু নিয়ে। যারা রংপুরে আছেন সাহায্য করবেন আশা করি।
একে একে সব আপনাদের জানাবো পরবর্তীতে কি করবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




