৭১ টিভির ব্যাবস্থাপনা পরিচালক ও সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবু একটি অনুষ্ঠানে বলেন ১৯৬৫ সালে তার পরিবারের দশ হাজার লোক এক সাথে ১০০ বাস ভাড়া করে বাংলাদেশে আসে। সুতরাং নিজেকে উনি ওই পারের লোক বলতে দ্বিধা বোধ করেন না। তিনি আরো বলেন বাংলাদেশ পাকিস্তানের ষড়যন্ত্র থেকে বের হয়ে এসেছে, এখন বাংলাদেশ একটা স্বাধীন দেশ। ভারত ও বাংলাদেশ দুইটা ভিন্ন রাষ্ট্র হলেও দুই দেশের মাঝে রয়েছে নাড়ির টান। উনি অনুষ্ঠানে বলেন, কেন আমরা বন্ধু রাষ্ট্রের জন্য জয় বাংলার সাথে জয় হিন্দ বলতে পারবো না তা আমার জানা নেই। আগে ভারত ও বাংলাদেশ তো একই দেশ ছিলো পরে পশ্চিমাদের ফর্মুলায় দেশকে বিভাজন করা হয়।মূলত ধর্মের ভিত্তিতে পাকিস্তান নামক নতুন রাষ্ট্র গঠন করা হয়। জিন্নাকে সে সময় ভারত ভাঙার মূল দায়িত্ব দেয়া হয় ।তিনি বলেন বাংলাদেশ কখনোই তার ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে দিবে না এমনকি অন্য কোনো পশ্চিমা দেশ চাপ দিলেও তা সম্ভব হবে না। মার্কিনিরা যদি বাংলাদেশে ঘাঁটি বানায় তে হইলে তা ভারতের জন্য যন্ত্রণার কারণ হবে।তিনি বলেন গণতন্ত্রকে দলবাজির উর্ধে নিয়ে যেতে হবে। অনুষ্ঠান এর শেষ দিকে তিনি বলেন বাংলাদেশ ভারত সম্পর্ক দীঘজীবি হোক। ভারতের মন্ত্রীরা যদি জয় বাংলা বলতে পারে তে হলে আমাদের নেতারা থতমত খায় কেন ? আমি বললাম জয় বাংলা জয় হিন্দ সমস্যা কোথায় ।
অনুষ্ঠানে তার ভাষণের ভিডিও লিংক : Click This Link
বিশেষ দ্রষ্টব্য : উনি যা বলছে আমি তাই হুবহু তুইলা দিছি এখানে আমার নিজের কোনো মন্তব্য নেই।আমি আসলে ভিডিও দেখার পর বেকুব হয়ে গেছি কি বলবো বুঝতাছি না।