একই পাতা ঝরে যায় বারবার, একই আক্ষেপে হয় হৃদয়
পুড়ে ছাই ! এ এক অচিকিৎস্য ব্যাধি, রক্তফোয়ারা বইয়ে
দেয় অস্তিত্বজুড়ে সমস্ত । জানি, যাচ্ছ চলে অদূরেরই কোন
একদিন ; ভীষণ তাড়া তোমার, যেতেই হবে, যাও তবে
ভালোবাসা, দ্যাখো হৃদয় পেতে রেখেছি যাবে বলেই তুমি।
যাও ঈপ্সিত লক্ষ্যে তোমার, যাও, খানিক কষ্টও হবেনা পথে...
যাও ভালোবাসা, যাও, যাও তোমার স্বপ্ন ছায়ানো দ্বীপে, যাও
স্বপ্ন সাধ বিনির্মাণে সমস্ত । দূরে থেকে যতটুকু ভালবেসেছো
অতটুকুন আঁকরে রেখেই নিঃশব্দে কেটে যাবে জীবন আমার !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


