সবাইকে শারদীয় দুর্গাপূজো এবং কোরবানী ঈদের শুভেচ্ছা। খুশির এই আমেজে আপনাদের আনন্দের মাত্রায় নতুন এক সংযোজন; আমার এই ফান পোস্ট। আমি এই ফান পোস্টটিতে শুধুমাত্র যারা নিক নাম ব্যবহার করে, তাঁদের কিছু নিক নাম এবং প্রোপিকের উপর ভিত্তি করে এই পোস্টটি তৈরি করেছি। সময়ের স্বল্পতার জন্য অনেকের নাম ব্যবহার করতে পারিনি। তবে ব্লগে ইদানিং যাদের মোটামুটি দেখা যায়, তাদের নিয়ে ফান পোস্টটি তৈরি। যারা নাম বা অর্ধেক নাম (স্বপ্নবাজ অভি, টুম্পা মনি ইত্যাদি) ব্যবহার করে, তাদেরকে এই পোস্টে রাখা হয়নি। আশা করি, পরবর্তীতে তাদের নিয়ে অন্য একটি পোস্ট দিব।
আসুন দেখে নেয়া যাক কিছু ব্লগারদের নিক নেইম এবং প্রোপিক আমাদের কি নির্দেশ করে:
জানা
জানবেন এবং দেখবেন মাল্টি আাছে কিনা, তারপর
জেনারেল করবেন। তাইতো নতুন ব্লগারদের র্ধৈয্য ধরতে
হবে। জানার আছে বাকি! তাড়াহুড়া করা যাবে না।
আরজুপনি
চোয়ালে একটা ঘুষি দেবার জন্য প্রস্তুত হয়েই আছে।
তাই সাবধান!! আর উনার সহকারী মডু হবার জন্য
অনেককে হোপ দিয়েও তা পূরণ করেননি! সো নো
হোপ!!
মাননীয় মন্ত্রী মহোদয়
চিৎকার করে হাত-পা ছড়িয়ে বলতে চায়, আমিই
রাজা। তাই একবার রাজ্যের রাণী সাহেবা উনাকে
ব্যান করে দিয়েছিল!! তাই ভয়ে উনার চোখ খুলে
গেছে। আর নো রাজা, মন্ত্রীতেই উনি খুশি।
বিদ্রোহী ভৃগু
থেকে বিদ্রোহ করে যাচ্ছে। কোন আপোশ করা
যাবে না! এগিয়ে যান, আমরা আছি পিছু পিছু।
মাগুর
চাষের মাগুর ছাড়া পাওয়া যায় না। তাই উনি নিশিরাতে
বাল্বের আলোয় দেশী মাগুর খুঁজতে বের হয়।
প্রোফেসর শঙ্কু
হইছেন। এখন সকলে উনাকে বলে, মাষ্টারী করতে
করতে মাথাটা গেছে! তাই মনের কষ্টে দু’হাত দিয়ে
নৌকা চালিয়ে অচিন দ্বীপে চলে যাচ্ছেন!!
শুঁটকি মাছ
শুঁটকি মাছ ছাড়া কিছুই ভালো লাগে না! সমস্যা হলো
শুঁটকি মাছ তো বাসায় প্রতিদিন রান্না করা হয় না।
তাই আজকাল পাতাও খাইতে শিক্ষতাচ্ছি!!
ইষ্টিকুটুম
কুটুম হয়ে কাঁটিয়েছি!! মাঝে মাঝে এর তার সাথে
একটু একটু ইষ্টপুষ্ট করেছি!! আগে অনেক ভালো রঙিন
দিন কাঁটাইছি।
নেক্সাস
দুধ ছাড়া চা খেতে খেতে সামুতে পোস্ট দিতেন এবং দেন!!
কাল্পনিক_ভালোবাসা
হয়েছিলেন!! কিন্তু বাস্তবে কারো হাতে ধরা দেয়
নাই, তাইতো অলয়েজ মুখে মুচকি হাসি!!
ঢাকাবাসী
খাবার, পানি, যানজট, লোডশেডিং... ছাড়া চলতে পারে
না। তাই পণ করেছে মৃত্যুর আগ পর্যন্ত ঢাকাবাসী হয়ে
থাকবে।
গোর্কি
পড়েছিলেন, তখন থেকেই স্বপ্ন ছিল, একদিন গোর্কির
মত একটা উপন্যাস লিখবেন!! সেই থেকেই উনি গোর্কি
নামটি নিয়েছেন!!
কান্ডারী অথর্ব
প্রত্যাশা। নতুন ব্লগার যারা জরাগ্রস্ত ও অকর্মণ্য
তাদের উনি উৎসাহ ও আশা দিয়ে ব্লগের দরজা
খুলে দেবেন। শুভ ব্লগিং।
দুঃস্বপ্০০৭
ভয়ে উঠে, আয়নায় গিয়ে দেখেন চেহারার অর্ধেক পাট
নাই!! সাতশো বার দুঃস্বপ দেখলে উনার ভয় কেঁটে
যাবে, এই দোয়া করি।
খাটাস
পালাইছে!! এহন, উনি খালি রাস্তায় সবাইকে খুঁজতাছে।
অবশ্য ভাইজান মনে মনে, একটু খুশিও হইছে! কারণ,
এখন থেকে উনি খালি মাঠে গোল দিবে!!
বটবৃক্ষ
রাখবেন, আমরা এই প্রতাশা করি। ব্লগারা উনার গাছের ছায়ায়
বসে, মাথা ঠাণ্ডা করে হেসে খেলে ব্লগিং করবেন।
বোকামন
মানুষ হয়ে গেছেন!! তাই উনাকে দরজার ভিতরের বন্ধ
করে রাখা হয়েছে। কিন্তু কবি মনকে অবরুদ্ধ করে রাখা
যায় না, এটা মনে রাখবেন !
ভোরের সূর্য
করে দেবার জন্য ইনি আমাদের মাঝে এসেছেন।
উনার আলোয় সামুর সব অমাবস্যা কেঁটে যাবে এই
প্রত্যাশা করি।
পোস্টের শুরুতেই বলে নেয়া হয়েছে, এটি একটি ফান পোস্ট। তাই আমার ভুল এবং ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পূজো এবং ঈদকে সামনে রেখে, একটি পোস্ট দেবার কথা ছিল। তাই সবার সাথে একাত্মা হয়ে আনন্দ শেয়ার করা জন্য আমার এই ফান পোস্ট। যদি একজন ব্লগারকেও একটু আনন্দ দিতে পারি, তাহলেই সার্থক আমার পোস্ট।
সবাইকে আবারও ঈদ-উল-আযহা এবং শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। সবার পূজো, ঈদ এবং ছুটি আনন্দে কাঁটুক এই কামনা করি। কারণ, ঈদের পর দেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে, বলা যাচ্ছে না!!! তা ভবিষ্যতই বলে দেবে।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




