যখন কোন কিছুই পোস্ট দেবার মতো থাকে না, তখন ছবি ব্লগ বা পোস্টই শেষ ভরসা। তাছাড়া অনেক দিন ধরেও ছবি পোস্ট দেয়া হচ্ছে না। তাই আবার দিলাম আরো একটি ছবি ব্লগ।
আমার আগের ছবি ব্লগগুলো ছিল নিদিষ্ট কোন স্থান বা বিষয় কেন্দ্রিক। কিন্তু এবারের ছবিগুলো এলোমেলো। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে সংগ্রহ করা। রাঙামাটি ঘুরার সময় তুলেছিলাম অনেক ছবি। এ নিয়ে সামুতে ভ্রমণ পোস্ট এবং ছবি ব্লগ দিয়েছিলাম। নিচের ছবিগুলো সেখান থেকেই সংগ্রহ করা।
০১। চায়না বট গাছ।
০২। জল রাশি।
০৩। ঝুলন্ত সেতু।
০৪। বাধঁভাঙা উচ্ছ্বাস।
শহরের ক্লান্তি ভুলতে বিভিন্ন সময়ে যাওয়া হয়েছিল বিভিন্ন পার্কে, উদ্যানে কিংবা মেলায়। এবার দেখা যাক সেখানকার ছবিগুলো।
০৫। কৃত্রিম আনন্দ।
০৬। কৃত্রিম ফুলের বাগান - ক।
০৭। ভঙ্গ মানব।
০৮। কৃত্রিম ফুলের বাগান - খ।
০৯। আলোর ঝলক - ক।
১০। সুন্দরবন ইকো পার্ক।
১১। আলোর ঝলক - খ।
১২। ক্যাকটাস।
১৩। আলোর ঝলক - গ।
১৪। ক্যাকটাসের ঘর।
১৫। সবুজের ছায়া।
১৬। পাতা বাহারী ফুল।
সবাইকে ধন্যবাদ।
♠♠ সকল ছবি নিজে সংগৃহীত।
পূর্বের ছবি ব্লগ সমূহ:
♦ ছবি ব্লগ-০৬।
♦ ছবি ব্লগ-০৪।
♦ ছবি ব্লগ-০২।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৫৬