যে পথে গেছো চলে
সে পথে হয়না হাঁটা,
হারানোর ভয়ে, কষ্ট নিয়ে
শুধুই অপেক্ষা করে থাকা।
পিছু নেইনি সরে যাবে বলে,
ছুটে যাইনি ফিরে আসবে বলে,
সুরে ডাকিনি, সুর হারানোর ভয়ে
কবিতা লিখিনি, ছন্দ এলোমেলো বলে।
আমার বুকের খুব কাছে
তোমার ছবি শুধু হাসে,
মেঘের ভেলায় ভেসে ভেসে
বৃষ্টি হয়ে দেইনি ছুঁয়ে।
রোদ হইনি ছায়ায় লুকাবে বলে
আলো হইনি আধারে হারাবে বলে।
সুরে ডাকিনি, সুর হারানোর ভয়ে
কবিতা লিখিনি,ছন্দ এলোমেলো বলে।
স্থির আমি একি গ্রহে
একি মায়া, একি মোহে।
মগ্ন আমি তোমাকে ভেবে
বাতাস হয়ে যাইনি ছুঁয়ে।
সাগর হইনি, তীঁরে হাঁটবে বলে
সবুজ হইনি, বসে থাকবে বলে,
সুরে ডাকিনি, সুর হারানোর ভয়ে
কবিতা লিখিনি, ছন্দ এলোমেলো বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



