মেঘের কাছ থেকে জলকণা এনে
সবুজ ঘাস থেকে শিশির বিন্দু নিয়ে,
শিশুর মুখের হাসি মুঠো ভরে তুলে
নববধুর স্বপ্ন সমান স্বপ্ন নিয়ে,
তোমাকে সাজিয়ে দেখাবো সাত মহাদেশ
তুমি আমার জন্মভূমি সোনার বাংলাদেশ।
তোমার জন্য আজন্ম রেখেছি সুখের আবেশ,
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।
যে স্বপ্নে কৃষাণ ছুটে সকালে মাঠে
যে সুখে কৃষাণী সাঁঝে অপেক্ষায় থাকে,
যে আশায় বলাকা নীলিমায় ডানা মেলে
যে মায়ায় ধানের শীঁষে বাতাস খেলে,
সব তোমাকে দিয়ে দেখাবো সাত মহাদেশ
তুমি আমার জন্মভূমি সোনার বাংলাদেশ।
তোমার জন্য আজন্ম রেখেছি সুখের আবেশ,
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।
বর্ণালীর বর্ণ, সুরের তরঙ্গ মুঠোতে ভরে
কবিতার ছন্দ, কিশোরীর আনন্দ তুলিতে নিয়ে,
ঝর্নার গতি, শহীদের প্রীতি, বিশ্বাস প্রত্যয়ে
সবুজ-লালে তোমার ছবি আকাশের নীলে,
তুমি চাঁদ মুখ, অবাক সাত মহাদেশ
তুমি আমার জন্মভূমি সোনার বাংলাদেশ।
তোমার জন্য আজন্ম রেখেছি সুখের আবেশ,
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



