সরকারি পুরস্কারের একটি নেতিবাচক দিক হলো, তা শুধু পুরস্কারপ্রাপ্ত লেখকদের নয়, পুরস্কারপ্রত্যাশী লেখকদের প্রতিবাদী চেতনা নষ্ট করে দেয়, সত্য উচ্চারন থেকে বিরত রাখে, অন্যায়-অবিচারের জোর প্রতিবাদ করতে দেয় না।
সৈয়দ আবুল মকসুদের "বাঙালি মুসলমানের বুদ্ধিবৃত্তিক বিভ্রম ও বিশ্বাসহীনতা" বই হতে। মাস্টরিড বই।
এছাড়াও তাঁর লেখা "নবাব সলিমুল্লাহ ও তাঁর সময়" এবং "কাগমারি সম্মেলন" বই দুটোও বেশ গুরুত্বপূর্ণ
মার্কসবাদী তাত্ত্বিক, অধ্যাপক, লেখক, ইতিহাসবিদ, কমিউনিস্ট বদরুদ্দীন উমরও জীবনভর পুরস্কার অগ্রাহ্য করে গেছেন। তাঁর কাছে তো এইসব পুরস্কার দেওয়া নেওয়া সার্কাস মনে হয়েছে।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২৩ সকাল ১১:০২