যদিও তসলিমা নাসরিনের অনেক বক্তব্যের সাথে আমি একমত নই, তবুও ধরুন আমি যদি কখনো পাওয়ারে আসি তবে তাকে দেশে ফেরার সুযোগ করে দেবো। এবং সে যা বলতে চায় তাকে তা বলাতে কোন বাঁধা দিতে দেবো না।
তার কথা শুনে যদি কারো তার কল্লা নামায় দিতে মনে চায় তবে কলম দিয়ে নামাইতে হবে, কোন প্রকার উগ্রতা বা ধারালো অস্ত্র দিয়ে নয়। যুদ্ধ হলে তা হতে হবে কলমে কলমে, তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, কোন অস্ত্র দিয়ে নয়। যুদ্ধ হলে তা হতে হবে মুখোমুখি টেবলি বসে মুখ দিয়ে, হাত দিয়ে নয়।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৯