
আল্লাহ, রাসুল, ইসলাম, কুরআন, হাদীস, আলিম; এইসব খুবই স্পর্শকাতর বিষয়। এগুলো নিয়ে কখনো নেতিবাচক বা অনৈতিক কথা চলে না। হোক না সেটা, মুখ ফসকে কিংবা ভুলক্রমে। কেননা, পরাক্রমশালী আল্লাহ কখনই জালিমকে ছেড়ে দেন না। আরও যদি সেই জুলুম হয় খুদ খোদারই সাথে; তাহলে তো আর রক্ষা নেই।
মনুষ্যজাতি ভীষণ বোকা। অতীত থেকে শিক্ষা নেয় না। নমরুদ, ফেরাউন, হামান ও সাদ্দাদ; এই চারটি পিশাচকে অধ্যয়ন করলেই তো যথেষ্ট। জন্মের মত শিক্ষা হয়ে যায়। ইসলাম নিয়ে কটুক্তি করার শখও মিটে যায়।
যারা এইসব সেনসেটিভ বিষয়ে আঘাত হানে, তারা এইকাল-ওইকাল; দুই কালেই লাঞ্ছিত হয়। যেমন, আমার দেশের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ওরফে লাকলা মুরাদ লাঞ্ছনার সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেল। নিঃসন্দেহে এই টাকলার সম্মান কেড়ে নেয়ার ফায়সালা আসমান থেকে হয়েছে। নাফরমানী যেমন ঘৃণ্য তেমনি এর ফলাফলও নির্মম, অত্যন্ত কষ্টকর।
আজকের দিনে প্রতিটি মানুষের সুসংবাদ হোক, টাকলুর এই লাঞ্ছনা। প্রতিটি ইসলাম-প্রেমী মুসলিমের মুখে হাসি ফুটাক এই সংবাদ।
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



