নির্জনতার স্ফটিক জমতে থাকে আমাকে ঘিরে
সামগ্রী আর পরিজন থেকে ছিড়েঁ নিয়ে এসে আমাকে
ফিসফিস করে বলি নিজস্ব বৃষ্টিপাতে –
দেখা দাও,দেখা দাও সৈকতিনী ।
ফুঁসে উঠা ভিড়ের মধ্যে চেঁচিয়ে উঠলাম
দেখা দাও –
একটা ঢিল এসে পড়ল কপালে
চিৎকার চেচাঁমেচির মধ্য থেকে
জ্বলে উঠল না কোন মশাল।
অলৌকিকের সামনে হাঁটু মুড়ে বসলাম
বললাম দেখা দাও –
একটিও পাতা কাপলো না
জলে উঠল না একটিও ঢেউ
পাথরের স্তুপের মধ্যে হলো না চন্দ্রোদয়।
ভাগ্য,সৈকতিনী আর বন্ধ দরজা
কেউ মুখ খুলল না -
দুই ফোটা চোখের জলের মতো
একটি দিন আর একটি রাত,
দুই হাত ছুয়ে থাকল আমার
তখন না সকাল না সন্ধ্যা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




