আকাশের মেঘ আর নির্ঘুম চোখে উদিত প্রশ্নের সম্পর্ক কোথায়-
মেঘ যেমন গড়াগড়ি খায় আকাশের এদিক ওদিক
ঠিক তেমনি নির্ঘুম চোখ খাঁটের এদিক ওদিক চেয়ে থাকে ।
আবার মেঘ যেমন ছুটে যায় স্পষ্ট থেকে অস্পষ্টতার দিকে
ঠিক তেমনি করে প্রশ্নগুলোও যেন ঝড়ে পড়ে প্রস্ফুটিত হওয়ার আগেই।
চলন্ত জানালার চৌকো ফ্রেমের ধার ঘেষে বসে থাকি আমি;
আর আমার নির্ঘুম চোখ তাকিয়ে থাকে দূর কোন পাহাড়ে।
যেখানে মেঘ মিতালী করে পাহাড়ের সাথে-
আমার মনও উঠে যায় সেই পাহাড়ের উচ্চতায়
জানতে চায় সেসব অজানা প্রশ্নের উত্তর।
ভোরের হিমেল হাওয়া আমায় ফিরিয়ে নিয়ে আসে
সেই চৌকো ফ্রেমের ধারে কোন উত্তর পাওয়ার আগেই ।
নিজেকে প্রতিদিনের মত আবার পঙ্গু-অসহায় মনে হয়-
প্রশ্ন প্রশ্নই থেকে যায় মনের অগোচরে ।
-কোথায় যেন যাবার কথা ছিল ?
-কোথায় যেন সবাই যেতে চায় ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




