বন্ধু, আমি সেই অমলকান্তি
বন্ধু,
আমি অমলকান্তি,
সেই ছোট্টবেলার ক্লাসে কাঁচুমাচু করা ছেলেটা,
মনে পড়ছে না? সে কি! রোদ্দুর হতে চাওয়া অমলকে-
তবে কি স্মৃতির মেঘগুলো আড়াল করে দিলো?
দিলেও বা কি! আমি যে এখন বলতে শিখেছি।
আমার বলা কথাগুলো হয়তো অশ্রু হয়ে তোদের মেঘগুলোকে সরিয়ে দেবে,
তোরা আবার দেখতে পাবি, আনমনে হয়তো ছুঁয়ে যাবি – বন্ধু অমলকে।
বন্ধু,
আমি সেই অমলকান্তি,
যে... বাকিটুকু পড়ুন

