সদ্য হওয়া শিশুটির অমিত সম্ভাবনা, তুমি দেখেছো কি?
দেখো নি!? অবশ্য তুমি তো ডুবে আছো নিজের পরম্পরার সমুদ্রে,
আচ্ছা তোমার মতো করে তার বেড়ে ওঠা, তুমি দেখেছো তো?
দেখো নি!? তোমার বলা একটু একটু মিথ্যে গুলো নিয়ে একজন মিথ্যাবাদীর বেড়ে ওঠা দেখলে না তুমি!
সে যাক; হিংসা, ঘৃণার মূলমন্ত্রে দীক্ষিত তোমার সেই ছোট্ট হিটলার কে তুমি দেখেছো তো?
তা দেখবে কেনো! হিটলারকে যত্নে বুকে লুকিয়ে মানবতার ফেরিওয়ালা সেজে থাকাটাই যে বড় প্রয়োজন!
নিজের ভাষা আর সাহিত্য ভুলে অন্ধকার প্রকোষ্ঠে নিজেকে আলোকিত মানুষ ভাবা ওই কিশোরকে তুমি দেখেছো তো?
অবশ্য পুরাতনকে আঁকড়ে থাকা এক কুঁজো, ধর্মান্ধ কি করে তা দেখবে বলো!!
নারীকে পণ্য মনে করা এই যে যুবকের আদলে নরপিশাচ, তা কে নিশ্চই তুমি দেখে থাকবে?
এতো অবাক হলে? তাই তো বলি, নিজের মা কে সম্মান পেতে দেখেনি যে সে কি করেই বা জানবে “নারী“ শব্দের অর্থ!
মধ্যবয়স্ক এক লোভতুর, পরশ্রীকাতর, লোক দেখানো সভ্য সন্তানকে দেখেছো তো?
দেখো নি তবুও গর্ব হচ্ছে তো? তোমার বিষাক্ত সেই শুকাণু যে আজ মহীরুহ হয়ে কি অবলীলায় সমাজটাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে!
হাততালি দাও, সার্থক তুমি, জন্ম তোমার।
অসীম প্রতিভার এক নিষ্পাপ শিশুকে পশুত্ব দান করার জন্য স্রষ্টা ও সৃষ্টির আকন্ঠ অভিশাপ এই অন্ধ তোমাকে!!
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



